রাজশাহীতে কলেজছাত্রীর আত্মহত্যা: ভিডিও কলে রেখে প্রাণ দিলেন প্রেমিকের সামনে

প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৫

রাজশাহীতে কলেজছাত্রীর আত্মহত্যা: ভিডিও কলে রেখে প্রাণ দিলেন প্রেমিকের সামনে

বিডি সময় ডেস্ক রিপোর্ট:

রাজশাহী কলেজের অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান হাসি (২১) প্রেমিকের সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।

শুক্রবার (২৭ জুন) সকালে নগরীর হেতমখাঁ কাস্টমস অফিস মোড় এলাকার একটি ছাত্রাবাস (মেস) থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার প্রেমিক নাহিদ মেসের নিচে অবস্থান করছিলেন। পুলিশ তাকে তাৎক্ষণিকভাবে আটক করে বোয়ালিয়া থানায় নিয়ে যায়।

নিহত হাসির বাড়ি নাটোর জেলার বনপাড়া থানায়। রাজশাহী মেডিকেল কলেজের মিডিয়া মুখপাত্র শংক কে বিশ্বাস জানান, হাসিকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে হাসি ও নাহিদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের মধ্যে কোনো মনোমালিন্য বা সম্পর্কের অবনতি ঘটেছিল, যা এই মর্মান্তিক ঘটনার পেছনে কারণ হয়ে থাকতে পারে।

বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ বলেন, “প্রাথমিক তদন্তে জানা গেছে, প্রেমিকের সঙ্গে ব্রেকআপ হওয়ার জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে। নাহিদ স্বীকার করেছে যে, তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং ঘটনার রাতে সে মেয়েটির মেসের সামনে গিয়েছিল। সেই সময় মেয়েটি ভিডিও কলে ছিল এবং তার সামনেই সে আত্মহত্যা করে।”

এ ঘটনায় রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. যহুর আলী বলেন, “ঘটনার বিষয়ে আমি অবগত হয়েছি। বিভাগীয় প্রধানকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।”

এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে দাবি করছেন, তরুণ-তরুণীদের মানসিক স্বাস্থ্য ও সম্পর্ক বিষয়ে সচেতনতা বাড়ানো জরুরি, যাতে এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু এড়ানো সম্ভব হয়।