রাজধানীর তিন এলাকায় চালু হচ্ছে বুয়েটের তৈরি ই-রিকশা

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

রাজধানীর তিন এলাকায় চালু হচ্ছে বুয়েটের তৈরি ই-রিকশা

বিডি সময় ডেস্ক রিপোর্ট:

রাজধানীর পল্টন, ধানমন্ডি ও উত্তরায় প্রাথমিকভাবে চলবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এর তৈরি আধুনিক ব্যাটারিচালিত ই-রিকশা। শনিবার (২৮ জুন) ঢাকা উত্তর সিটি করপোরেশনের নগর ভবনে আয়োজিত চালকদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ তথ্য জানান স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

তিনি বলেন, “এই রিকশাগুলো অনির্দিষ্টভাবে চলবে না। প্রতিটি এলাকায় নির্দিষ্টসংখ্যক রিকশা চলবে এবং চালকরা যাতে চাঁদাবাজি বা হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ অনুষ্ঠানে জানান, আগমী আগস্টের প্রথম সপ্তাহ থেকেই এই ই-রিকশাগুলো রাজধানীর সড়কে চলাচল শুরু করবে। এজন্য এক লাখ অটোরিকশা চালককে প্রশিক্ষণ দিয়ে বৈধ লাইসেন্স প্রদান করা হবে। তিনি আরও জানান, শহরের বিভিন্ন স্থানে অনুমোদিত চার্জিং পয়েন্ট স্থাপনের কাজ চলছে, যাতে নিরাপদ ও সুশৃঙ্খলভাবে ই-রিকশা চালানো সম্ভব হয়।

আধুনিক প্রযুক্তিতে তৈরি রিকশা

বুয়েটের যন্ত্রকৌশল বিভাগের একটি গবেষণা দল তৈরি করেছে নতুন ধরনের এই ই-রিকশা। হাইড্রোলিক ব্রেক, যাত্রী সুরক্ষা, বিদ্যুৎ সাশ্রয়ী প্রযুক্তি ও আধুনিক নকশায় নির্মিত রিকশাটি বর্তমান বাজারের রিকশাগুলোর তুলনায় অনেক বেশি নিরাপদ বলে জানিয়েছেন গবেষক দলের প্রধান অধ্যাপক মো. এহসান।

২০২১ সাল থেকে বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) অর্থায়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। বুয়েট সূত্রে জানা গেছে, বাজারে বর্তমানে প্রচলিত রিকশার মতোই দামে মিলবে নতুন এই মডেল, তবে এতে থাকবে উন্নত প্রযুক্তির অনেক নতুন সুবিধা।

সরকারে ভিন্ন মনোভাব

অধ্যাপক এহসান আরও জানান, আগের সরকার এ প্রকল্পে প্রয়োজনীয় গুরুত্ব না দিলেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই উদ্ভাবন বাজারে আনার উদ্যোগ নিচ্ছে। এর ফলে একদিকে যেমন জ্বালানি সাশ্রয় হবে, অন্যদিকে নিরাপদ গণপরিবহন নিশ্চিত করা সম্ভব হবে।