যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেটাতে লাথি, গর্ভের সন্তানের মৃত্যু বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫ যৌতুক না পেয়ে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পেটাতে লাথি, গর্ভের সন্তানের মৃত্যু নিউজ ডেস্ক : স্থানীয় সময় মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫—সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার আগরপুর গ্রামের সাগর আহম্মেদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি যৌতুক দাবি না পাওয়ায় অন্তঃসত্ত্বা স্ত্রী সাথী খাতুনকে (২৫) নির্যাতন করেন। ঘটনায় সাথীর গর্ভে থাকা তিন মাস বয়সী শিশুর মৃত্যু হয়েছে । ঘটনার প্রেক্ষাপট: দুই পরিবারের বিবাহ ও যৌতুক দাবির ইতিহাস প্রায় ৪ বছর আগে একই গ্রামের সাগর আহম্মেদের সঙ্গে ৩ লাখ টাকায় বিয়ে করেন সাথী খাতুন। সম্প্রতি সাগর বিদেশ যাওয়ার প্রলোভনে আরও ৪ লাখ টাকা যৌতুক দাবি করেন। দাবি পূরণে অসন্মতি জানায় সাথী, এ নিয়ে নানা সময়ে দু’জনের মধ্যে বিবাদ দেখা দেয় । নির্যাতন ও হিংসার ঘটনার বিবরণ অভিযোগ অনুসারে, গত ৮ জুলাই দুপুরে এসব যৌতুক নিয়ে তর্কাবলী চলাকালে সাগর আহম্মেদ অন্তঃসত্ত্বা স্ত্রীকে ঘাড়ে ও পেটে লাথি মারেন, পরে রাগে তাকে বিছানা থেকে ফেলে দেন। এতে সাথী গুরুতর আহত হন। হাসপাতালে আল্ট্রাসনোগ্রাফি করতে গিয়ে জানা যায়, তার গর্ভে থাকা শিশুটি মারা গেছে । ইনজুরি ও আইনি পদক্ষেপ বর্তমানে সাথী খাতুন চিকিৎসাধীন অবস্থায়। তার বড় ভাই সজিব বলেন, “আমার বোনের ওপর অমানবিক নির্যাতন চালানো হয়েছে, গর্ভে থাকা শিশুটাকেও হত্যা করেছে — আমি সঠিক বিচার চাই।” পুলিশের প্রতিক্রিয়া সলঙ্গা থানার ওসি হুমায়ুন কবির জানান, লিখিত অভিযোগ পেয়েছেন এবং বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । অভিযুক্ত সাগর আহম্মেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও বক্তব্য পাওয়া যায়নি । কেন এটি গুরুত্বপূর্ন? গর্ভবতী একজন মহিলার ওপর শারীরিক নির্যাতন ও গর্ভশিশু হত্যার ঘটনা কেবল ব্যক্তিগত নয়, এটি সামাজিক ও আইনি বৈশ্বিক মহামুল্যায়নযোগ্য অপরাধ। এটি প্রমাণ করে যে, এখনও অনেক পরিবারে যৌতুকের নামে অত্যাচার অব্যাহত রয়েছে। আইনি পর্যালোচনা গর্ভপাত বা গর্ভে অপরাধবহুলভাবে শিশুর মৃত্যু হলে, এটি সম্ভাব্যভাবেই “আন্তঃসত্ত্বা নারীর নির্যাতন” ও “যৌতুকনির্ভর হত্যাচেষ্টার” মধ্যে পড়ে। বাংলাদেশ দণ্ডবিধির ৩০৪(খ) (যৌতুকজনিত মৃত্যুর জন্য) ধারা প্রয়োগ সম্ভব হতে পারে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে ৩১১ (অপরাধকাজের প্রমাণ নষ্ট) ও ৩২৩ (আঘাত লগ্নে) ধারা প্রযোজ্য হতে পারে। SHARES অপরাধ বিষয়: