যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫ যশোর জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক আটক নিউজ ডেস্ক : যশোর জেনারেল হাসপাতাল থেকে আব্দুর রহমান জাকির (২৭) নামে এক ভুয়া ইন্টার্ন চিকিৎসককে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুর ১টার দিকে হাসপাতালের টিকিট কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত জাকির যশোর শহরের শংকরপুর ইসহাক সড়ক এলাকার মজিবর রহমানের ছেলে। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়াত জানান, অভিযুক্ত যুবক সাদা অ্যাপ্রোন পরে নিজেকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিচয় দিচ্ছিলেন। তিনি সানজিদা (৩৬) নামে এক রোগীর কাছ থেকে বিভিন্ন টেস্ট করিয়ে দেওয়ার কথা বলে ৫০০ টাকা আদায় করেন। রোগীর স্বজনদের সন্দেহ হলে বিষয়টি হাসপাতালের দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানাকে জানানো হয়। পরে জিজ্ঞাসাবাদে জাকির স্বীকার করেন, তিনি কোনো ইন্টার্ন চিকিৎসক নন। তার কাছ থেকে বরিশাল ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজির ২০২১-২২ শিক্ষাবর্ষের পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়ে তাকে পুলিশের কাছে হস্তান্তর করেন। প্রসঙ্গত, এর আগেও দেশের বিভিন্ন স্থানে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান চালিয়ে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। SHARES অপরাধ বিষয়: