যশোরে বিয়েতে রাজি না হওয়ায় এসিড হামলা, শিশুসহ তিনজন দগ্ধ
যশোর প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলায় বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক নারীর ওপর এসিড নিক্ষেপ করা হয়েছে। এ ঘটনায় ওই নারীসহ তার মা ও আট বছরের ছেলে দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গদখালী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহতরা হলেন—জামাত আলীর স্ত্রী রাহেলা খাতুন (৪৮), মেয়ে রিপা খাতুন (২৬) ও ছেলে ইয়ানূর রহমান (৮)।
ভুক্তভোগী রিপার চাচা আব্দুর রহমান জানান, চার বছর আগে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর ছেলে ইয়ানূরকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন রিপা। এ সময় পাশের মঠবাড়ি গ্রামের এক গৃহপরিচারক জসিম তাকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল। কিন্তু রিপা সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার রাতে জানালা দিয়ে এসিড নিক্ষেপ করে জসিম।
রিপার ভাষ্যমতে, ঘটনার সময় ঘরের ভেতরে তিনি, তার ভাই ইয়ানূর এবং মা রাহেলা ছিলেন। হঠাৎ এসিড নিক্ষেপে তারা তিনজনই দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।
হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জুবায়ের আহমেদ জানান, তিনজনের মধ্যে শিশুটি সবচেয়ে বেশি দগ্ধ হয়েছে। তার পাসহ শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে। অন্য দুজনের শরীরের কিছু অংশ দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার পরিদর্শক (তদন্ত) আবু সাঈদ বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্ত জসিমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।