মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে দুই খুন, আতঙ্কে এলাকাবাসী

প্রকাশিত: ১২:২৪ পূর্বাহ্ণ, জুলাই ১৭, ২০২৫

মোহাম্মদপুরে ১ ঘণ্টার ব্যবধানে দুই খুন, আতঙ্কে এলাকাবাসী

নিউজ ডেস্ক :

রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় মাত্র এক ঘণ্টার ব্যবধানে ঘটে গেছে দুটি পৃথক হত্যাকাণ্ড। বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে ৯টার মধ্যে সংঘটিত এই ঘটনায় স্থানীয়দের মাঝে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রাত ৮টার দিকে মোহাম্মদপুর নবোদয় হাউজিংয়ের বায়তুল মামুর জামে মসজিদের সামনে এক সালিশ বৈঠক চলাকালে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে ইব্রাহিম (৩২) নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন। ইব্রাহিম পেশায় একজন প্রাইভেট কার চালক ছিলেন। স্থানীয় জনতা ধাওয়া করে দুই হামলাকারী সজীব (৩০) ও রুবেল (৩৫) কে আটক করে পুলিশে সোপর্দ করে। তাদের কাছ থেকে একটি পিস্তল ও মোটরসাইকেল জব্দ করা হয়।

এর ঠিক এক ঘণ্টা পর রাত ৯টার দিকে মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকায় কুপিয়ে হত্যা করা হয় আল আমিন (২৭) নামের এক যুবককে। এলাকাবাসী জানায়, নিহত আল আমিন পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন এবং সম্প্রতি কিশোর গ্যাং লিডার মোশারফের ছোট ভাইকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিলেন। এরই জেরে মোশারফ ও গিট্টুসহ একদল কিশোর গ্যাং সদস্য চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে আল আমিনকে কুপিয়ে হত্যা করে।

তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, “দুটি হত্যাকাণ্ডের ঘটনায় আমরা তদন্ত করছি এবং দ্রুত আসামিদের গ্রেফতারে কাজ চলছে।”

এ ঘটনায় মোহাম্মদপুর ও আদাবর এলাকার বাসিন্দারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র।