মৃত্যুর ১০ ঘণ্টা পর কাফনসহ দুই ভাইকে নিয়ে হাসপাতালে স্বজনরা

প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৫

মৃত্যুর ১০ ঘণ্টা পর কাফনসহ দুই ভাইকে নিয়ে হাসপাতালে স্বজনরা

নিউজ ডেস্ক :

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে পুকুরে ডুবে চাচাতো দুই ভাইয়ের মৃত্যু ঘিরে ঘটে গেলো এক হৃদয়বিদারক এবং রহস্যময় ঘটনা। মারা যাওয়া দুই শিশুর নাম সিয়াম হোসেন (৬) ও সোহান আলী (৭)। তারা দুজনেই ঠাকুরগাঁওয়ের ছোট লাহিড়ী গ্রামের বাসিন্দা।

শুক্রবার (৪ জুলাই) সকাল ৮টার দিকে খেলার সময় অসাবধানতাবশত সিয়াম বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে পুকুরে নামে সোহানও। কিন্তু শেষ পর্যন্ত দুজনেই পানিতে তলিয়ে যায়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবারের পক্ষ থেকে শিশুদের গোসল করিয়ে কাফনে মোড়ানো হয়। কিন্তু ১০ ঘণ্টা পর, সন্ধ্যা ৭টার দিকে স্বজনরা দাবি করেন—দুই শিশুর দেহে নড়াচড়া লক্ষ্য করেছেন। কাফনের কাপড় পরা অবস্থায় তাদের আবার হাসপাতালে নিয়ে যান স্বজনরা, সঙ্গে ছিলেন প্রায় আড়াই শতাধিক মানুষ। এলাকায় সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহল।

বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. মো. আহাদুজ্জামান জানান, “সকালেই আমরা তাদের মৃত ঘোষণা করি। সন্ধ্যায় যখন পরিবারের লোকজন আবার শিশুদের নিয়ে আসেন, তখন তারা দাবি করেন যে শিশুরা নড়ে উঠেছে। তবে পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হই—তারা মৃতই ছিল। এটি সম্ভবত স্বজনদের মানসিক আঘাত থেকে সৃষ্ট বিভ্রম বা হ্যালুসিনেশন।”

দুই শিশুর পিতা ছিলেন ঢাকায় কর্মস্থলে। খবর পেয়ে তারা ফিরলেও এর আগেই সন্তানদের মৃত্যু নিশ্চিত হয়। মৃত্যুর পর ‘নড়াচড়ার’ বিভ্রান্তি নিয়ে এলাকাজুড়ে তৈরি হয়েছে রহস্য ও নানা জনশ্রুতি।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে এখনও বিশ্বাস করতে পারছেন না—একই পরিবারের দুই শিশুর এভাবে মর্মান্তিক মৃত্যু হতে পারে।