মিটফোর্ডে সোহাগ হত্যাকাণ্ড: আর্থিক সহায়তাসহ সোহাগের পরিবারের পাশে দাঁড়ালো বিএনপি
নিউজ ডেস্ক :
রাজধানীর মিটফোর্ড এলাকায় পৈশাচিকভাবে নিহত ভাঙারি ব্যবসায়ী লালচাঁদ সোহাগের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে এ সহায়তা দেন বিএনপির ভাইস চেয়ারম্যান আলহাজ নুরুল ইসলাম মনি।
রোববার বিকেল সাড়ে ৫টায় বরগুনার পাথারঘাটা উপজেলার কাকচিড়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে নিহত সোহাগের স্ত্রী লাকি বেগম ও সন্তানদের হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বরগুনা জেলা বিএনপি, উপজেলা ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিচার দাবিতে স্ত্রীর আকুতি
সহায়তা গ্রহণকালে আবেগঘন কণ্ঠে সোহাগের স্ত্রী লাকি বেগম বলেন,
> “একটা মানুষকে কতটা নির্মমভাবে হত্যা করা হতে পারে, আপনারা তা দেখেছেন। আমি আমার স্বামী হত্যার বিচার চাই। যেন আর কোনো নারী আমার মতো স্বামীহারা না হয়।”
️ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার অভিযোগ বিএনপির
বিএনপি নেতা নুরুল ইসলাম মনি বলেন,
> “সোহাগ হত্যাকাণ্ডের ভিডিও দেখে তারেক রহমানের চোখে পানি এসেছে। তারই নির্দেশনায় আমরা পরিবারটির পাশে দাঁড়িয়েছি। কিন্তু দুঃখজনকভাবে কিছু রাজনৈতিক মহল ঘটনাটিকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করছে। ফেসবুক-ইউটিউবে ভুলভাবে উপস্থাপন করে পানি ঘোলা করা হচ্ছে।”
তিনি আরও বলেন,
> “আমরা সব ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে। বিএনপির কেউ জড়িত থাকলেও আমরা তার শাস্তি চাই। খুনিদের সর্বোচ্চ শাস্তি এবং পরিবারকে সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করতে কাজ করবো।”
ঘটনার পেছনের প্রেক্ষাপট
প্রসঙ্গত, প্রতি মাসে দুই লাখ টাকা চাঁদা দাবি করায় একদল লোকের সঙ্গে দ্বন্দ্বে জড়ান সোহাগ। টাকা না দেওয়ায় তার ব্যবসা প্রতিষ্ঠান তালাবদ্ধ করে তারা। পরে গত বুধবার তাকে বাসা থেকে ডেকে নিয়ে আটকে রাখা হয় এবং দফায় দফায় চাঁদার জন্য চাপ প্রয়োগ করা হয়। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে জনসমক্ষে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয় সোহাগকে।