মা ও দুই সন্তানকে গলা কেটে হত্যা: গাজীপুর থেকে প্রধান আসামি নজরুল ইসলাম গ্রেপ্তার
নিউজ ডেস্ক :
ময়মনসিংহের ভালুকায় মর্মান্তিক ঘটনায় মা ও দুই শিশুসন্তানকে গলা কেটে হত্যা করার অভিযোগে প্রধান আসামি নজরুল ইসলামকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার বিকেলে গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) আব্দুল্লাহ আল মামুন সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পরদিন সোমবার রাতে নিহত গৃহবধূ ময়না আক্তারের ভাই জহিরুল ইসলাম ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় ময়নার দেবর নজরুল ইসলামসহ অজ্ঞাত আরও দুজনকে আসামি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ময়না আক্তার (২৫) এবং তার দুই সন্তান রাইসা (৭) ও নিরব (২) এর মরদেহ সোমবার সকালে ভালুকা শহরের একটি ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। তাদের সবাইকে গলা কেটে হত্যা করা হয়।
নিহতার স্বামী রফিকুল ইসলাম জানান, তিনি রাতের শিফটে কাজ করছিলেন এবং সকালে বাড়ি ফিরে এসে দেখেন বাসার দরজায় তালা ঝুলানো। ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তালা ভেঙে ঘরে প্রবেশ করেন এবং খাটের উপর তিনটি নিথর মরদেহ দেখতে পান।
নজরুল ইসলাম নিহতের স্বামীর আপন ছোট ভাই। পুলিশের প্রাথমিক ধারণা, পারিবারিক বিরোধ বা সম্পত্তি নিয়ে কলহের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, “তথ্যপ্রযুক্তির সহায়তা ও গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ উদঘাটন হবে।”
এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার দ্রুত ও সুষ্ঠু বিচার দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।