মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের দুই মাসের কারাদণ্ড বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫ মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের দুই মাসের কারাদণ্ড নিজস্ব প্রতিবেদক | নেত্রকোনায় মায়ের অভিযোগের ভিত্তিতে মাদকাসক্ত ছেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযুক্ত ওই যুবকের নাম মো. সজীব মিয়া (৩০)। রোববার (৬ জুলাই) দুপুরে নেত্রকোনার একটি গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান পুলিশের সহায়তায় সজীবকে তার বাড়ি থেকে আটক করেন। আটক করার পর সজীব স্বীকার করেন, তিনি নিয়মিত মাদক সেবন করেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে আদালতের রায় অনুযায়ী সজীবকে জেলা কারাগারে পাঠানো হয়। সজীবের মা মাজেদা আক্তার বলেন, “আমার ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। টাকা না পেলে পরিবারের সদস্যদের সঙ্গে ঝগড়া করতো, গালিগালাজ করতো এমনকি শারীরিক নির্যাতন করতো। বাধ্য হয়ে আমি প্রশাসনের কাছে অভিযোগ করি।” এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, “মায়ের অভিযোগ পাওয়ার পর ঘটনাটি যাচাই করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। মাদকের বিরুদ্ধে সমাজে যে সচেতনতা এবং আইনি প্রয়োগ প্রয়োজন, তা অব্যাহত থাকবে।” মাদকের বিরুদ্ধে পরিবার ও প্রশাসনের সম্মিলিত অবস্থান জরুরি — বলছেন স্থানীয়রা। SHARES অপরাধ বিষয়: