মানবতাবিরোধী অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:৩১ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ মানবতাবিরোধী অপরাধ স্বীকার করে রাজসাক্ষী হলেন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন নিউজ ডেস্ক : সাম্প্রতিক সময়ে আলোচিত জুলাই গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায় স্বীকার করেছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বৃহস্পতিবার (১০ জুলাই) তিনি রাজসাক্ষী হওয়ার ইচ্ছা প্রকাশ করে বলেন, “আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।” জুলাই গণহত্যার সময় পুলিশের সর্বোচ্চ পদে দায়িত্ব পালন করছিলেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ঐ সময়ের ঘটনায় রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই তদন্ত চলছিল। মামুনের এই স্বীকারোক্তি তদন্তে একটি নতুন মোড় নিয়ে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মামুনকে বিশেষ নিরাপত্তার আওতায় রাখা হয়েছে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে তদন্ত আরও জোরদার করা হচ্ছে। এখনো পর্যন্ত ট্রাইব্যুনালে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো মন্তব্য না এলেও মানবতাবিরোধী অপরাধের বিচারে এটি এক গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে প্রতি বছর নানা কর্মসূচি পালন করা হয়। এবার মামুনের স্বীকারোক্তি সেই স্মৃতিকে নতুন করে নাড়া দিয়েছে দেশবাসীকে। SHARES অপরাধ বিষয়: