মাদক নিয়ে বিরোধে নৃশংস হত্যা, খালে ফেলা হয় লাশ
নিজস্ব প্রতিবেদক :
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে মাদক ব্যবসার আধিপত্য নিয়ে বিরোধের জেরে রতন নামে এক যুবককে গলা ও হাত-পায়ের রগ কেটে হত্যার পর লাশ ফেলে দেওয়া হয় খালে। এ ঘটনায় ইয়ানুছ (৪০) নামে একজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব-১১ জানায়, নিহত রতন ও গ্রেপ্তার ইয়ানুছ উভয়ই একই এলাকার বাসিন্দা এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে গত ১৭ জুন সোনারগাঁও উপজেলার ভারগাঁও এলাকার ওলামা নগর খালপাড় বেরিবাঁধ এলাকায় পরিকল্পিতভাবে রতনকে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।
র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বৃহস্পতিবার (৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে বলেন, "আসামি ইয়ানুছ ও তার সহযোগীরা—হাসেম ও ইলিয়াছ মিলে রতনকে গলা ও রগ কেটে হত্যা করে। পরে তার মরদেহ খালে ফেলে দেওয়া হয়। হত্যার পর ইয়ানুছ কুড়িগ্রামে আত্মগোপন করে এবং পার্শ্ববর্তী দেশে পালানোর পরিকল্পনা করছিল।"
পুলিশ জানায়, নিহত রতন কাঁচপুর এলাকার মালেক মোল্লার ছেলে এবং সোনারগাঁয়ের নাওড়া বিটা এলাকায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার স্ত্রী বাদী হয়ে সোনারগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেন।
জিজ্ঞাসাবাদে ইয়ানুছ স্বীকার করেছেন, দুই বছর আগেও তাদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। হত্যার ১৫ দিন আগে আবারও বিরোধ চরমে ওঠে, তখন থেকেই হত্যার পরিকল্পনা শুরু হয়।
র্যাব জানায়, এই ঘটনায় মোট ৮ জন অংশগ্রহণ করে। এখন পর্যন্ত চারজনকে চিহ্নিত করে এজাহারভুক্ত করা হয়েছে। গ্রেপ্তার ইয়ানুছকে সোনারগাঁও থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।