মাকে মারধরের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৫ মাকে মারধরের জেরে গণপিটুনিতে যুবকের মৃত্যু নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুরহাট বগিপাড়া এলাকায় মাকে মারধরের জেরে এলাকাবাসীর গণপিটুনিতে বাবু আলি (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৯ জুলাই) রাতে এ ঘটনা ঘটে। নিহত বাবু আলি একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। স্থানীয়রা জানান, বাবু দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং এ নিয়ে পরিবারের মধ্যে প্রায়ই কলহ হতো। বুধবার সকালে বাবুর সঙ্গে তার মায়ের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি মাকে মারধর করেন। পরে তার মা স্থানীয়দের কাছে বিচার দিলে ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। রাত ৯টার দিকে বাবু বাড়ি ফেরার সময় তাকে ধরে ‘শাসন’ করতে যান এলাকার লোকজন। একপর্যায়ে গণপিটুনিতে গুরুতর আহত হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি পারিবারিক হলেও যেহেতু মারধরের কারণে মৃত্যু হয়েছে, তাই আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।” এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। SHARES অপরাধ বিষয়: