মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ নারী উদ্ধার

প্রকাশিত: ১:০৪ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫

মহাসড়কের পাশে পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ নারী উদ্ধার

বরিশাল প্রতিনিধি:

বরিশাল-ভোলা মহাসড়কের পাশ থেকে এসিডদগ্ধ এক মধ্যবয়সী নারীকে পলিথিনে মোড়ানো, হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জুন) সকালে বরিশাল মেট্রোপলিটন এলাকার বন্দর থানার তালুকদারহাট সংলগ্ন মহাসড়কের পাশ থেকে তাকে উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালবেলা ব্যবসায়ীরা দোকান খুলতে গিয়ে রাস্তার পাশে এক নারীর গোঙানির শব্দ শুনতে পান। কাছে গিয়ে তারা দেখতে পান, ওই নারী পলিথিনে মোড়ানো অবস্থায় পড়ে আছেন এবং তার শরীরের বেশ কিছু অংশ অ্যাসিডে ঝলসে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করে।

এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ওই নারী বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে পরিকল্পিতভাবে নির্যাতন করে এখানে ফেলে রাখা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের এক চিকিৎসক জানান, “নারীটির শরীরের বিভিন্ন অংশ অ্যাসিডে ঝলসে গেছে। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। প্রাথমিক চিকিৎসা শেষে ওসিসিতে স্থানান্তর করা হয়েছে।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কে বা কারা এমন বর্বরতার সঙ্গে জড়িত, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মাঝে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।