ময়নার রক্তাক্ত মরদেহ মিলল মসজিদে, ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা

প্রকাশিত: ৭:৩৪ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৫

ময়নার রক্তাক্ত মরদেহ মিলল মসজিদে, ধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা

নিউজ ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার হাবলিপাড়ায় নয় বছরের শিশু মায়মুনা আক্তার ময়নার রহস্যজনক মৃত্যুর ঘটনায় এলাকাজুড়ে চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খেলতে বেরিয়ে নিখোঁজ হওয়ার একদিন পর, রোববার সকালে বাড়ির পাশের একটি মসজিদের দোতলায় রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

ময়নার বাবা আব্দুর রাজ্জাক একজন প্রবাসী। মা নীপা আক্তার জানান, শনিবার দুপুর থেকে ময়নাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। পরদিন সকালে স্থানীয়রা মসজিদের দোতলায় মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ও সেনাবাহিনী মরদেহটি উদ্ধার করে।

ময়নাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন তার মা। সোমবার সকালে তিনি সরাইল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) তপন সরকার। তিনি জানান, ঘটনার পরপরই পুলিশ অভিযানে নেমেছে এবং ইতোমধ্যে মসজিদের মুয়াজ্জিনসহ দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এএসপি তপন সরকার আরও জানান, “ঘটনাটি হত্যাকাণ্ড বলে আমরা প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছি। শিশুটি ধর্ষণের শিকার হয়েছিল কিনা, তা ময়নাতদন্তের প্রতিবেদনের পর নিশ্চিত হওয়া যাবে।”

ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় পিবিআই, সিআইডিসহ একাধিক সংস্থা তদন্তে নেমেছে।

এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ময়নার পরিবারসহ সাধারণ মানুষ।