মনিরামপুরে জমি বিরোধে ছোট ভাইয়ের হাতে খুন হলেন বিএনপি নেতা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫ মনিরামপুরে জমি বিরোধে ছোট ভাইয়ের হাতে খুন হলেন বিএনপি নেতা মনিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মনিরামপুর উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে নির্মমভাবে খুন হয়েছেন আব্দুল মান্নান (৫৫) নামে এক স্থানীয় বিএনপি নেতা। তিনি হরিহরনগর ইউনিয়নের ডুমুরখালি গ্রামের এজহার মোড়লের ছেলে এবং স্থানীয় ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক জমিজমা নিয়ে মান্নান ও তার ছোট ভাই আব্দুল হান্নানের মধ্যে বিরোধ চলছিল। গত শনিবার (১২ জুলাই) বিকেলে এই বিরোধের জেরে হান্নানের ছেলে রহমতউল্লাহ ধারালো দা দিয়ে মান্নান ও তার স্ত্রী ফুলি বেগমকে কুপিয়ে গুরুতর জখম করে। তাদেরকে তাৎক্ষণিকভাবে যশোর ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে রবিবার (১৩ জুলাই) দিবাগত রাতে ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আব্দুল মান্নান। এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে। মনিরামপুর থানা বিএনপির সহ-সভাপতি ও হরিহরনগর ইউপির সাবেক চেয়ারম্যান গাজী আব্দুস সাত্তার বলেন, “মান্নান ভাই ছিলেন অত্যন্ত শান্ত স্বভাবের এবং পারিবারিক বিরোধ সমঝোতার মাধ্যমে মেটাতে চাইতেন। কিন্তু ছোট ভাই হান্নান ও তার পরিবারের আগ্রাসী আচরণই আজ এই পরিণতি ডেকে আনলো।” মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, “নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হান্নান, তার স্ত্রী রেশমা খাতুন এবং ছেলে রহমতউল্লাহকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত ও আইনগত কার্যক্রম চলমান রয়েছে।” নিহতের মরদেহ ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়িতে আনা হলে শোকাহত স্বজনরা আহাজারিতে ভেঙে পড়েন। এলাকার জনগণের মাঝে উত্তেজনা বিরাজ করছে। SHARES অপরাধ বিষয়: