ভোটাররা ২০০ টাকায় ভোট বিক্রি করেন: এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহর
নিউজ ডেস্ক :
"ভোটাররা মাত্র ২০০ টাকায় তাদের ভোট বিক্রি করেন, আর সেই কারণেই যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠিত হয় না"— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।
শুক্রবার (৪ জুলাই) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা সদরে এনসিপির কার্যালয় উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সভায় এ কথা বলেন তিনি।
তিনি আরও বলেন, “আপনারা এক দিনের জন্য ভোট বিক্রি করলে, তারা আপনাকে পাঁচ বছর শোষণ করবে। তাই যোগ্য প্রার্থীকে প্রাধান্য দিন।”
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সারজিস আলমকে ‘আটোয়ারীর গর্ব’ বলে অভিহিত করে হাসনাত বলেন, “উনার আত্মত্যাগ, গণঅভ্যুত্থানে অবদান ও এলাকার প্রতি দায়বদ্ধতা আটোয়ারী উপজেলাকে দেশের সেরা উপজেলায় পরিণত করতে পারে।”
নাহিদ ইসলাম বলেন, “আমাদের লক্ষ্য ইনসাফ ও শান্তির ভিত্তিতে একটি নতুন বাংলাদেশ গড়া। যেখানে থাকবে না চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদক।”
তিনি অভিযোগ করেন, ফ্যাসিস্ট শাসনের পতনের পর নতুন করে এলাকায় অপরাধ মাথাচাড়া দিয়ে উঠেছে, যা বন্ধে জনগণকে একসাথে কাজ করতে হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় যুবশক্তি ও এনসিপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে নেতারা আটোয়ারী থেকে পদযাত্রার মাধ্যমে ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হন।