ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায়: তারেক রহমান
নিউজ ডেস্ক :
জাতীয় নির্বাচন সামনে রেখে কোনো আবেগতাড়িত বা ভুল সিদ্ধান্ত যেন চরমপন্থা কিংবা ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ সৃষ্টি না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান-২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ শীর্ষক এক স্মরণসভায় ভিডিওবার্তায় তিনি এ আহ্বান জানান। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
তারেক রহমান বলেন, “জাতীয় নির্বাচন আমাদের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এক ঐতিহাসিক সুযোগ। এ সময়ে কোনো ভুল সিদ্ধান্ত বা আবেগতাড়িত অবস্থান যেন ভবিষ্যতে চরমপন্থা কিংবা ফ্যাসিবাদকে পুনরায় স্থান করে দিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি আরও বলেন, “ফ্যাসিবাদের কাঠামো ভাঙতে হলে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই। নির্বাচনই হতে হবে রাজনৈতিক প্রতিযোগিতার একমাত্র মাধ্যম। রাষ্ট্রীয় ক্ষমতা ও প্রশাসনিক কূটকৌশলের মাধ্যমে ক্ষমতায় আসার সুযোগ রোধ করতে হবে।”
অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান
সম্প্রতি সংঘটিত কিছু নৃশংস ঘটনার প্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে জনমনে সংশয় তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, “জনগণ জানতে চায়—এই সরকার দ্রুত নির্বাচনের আয়োজন করতে পারবে কিনা। কোনো একটি অংশের সহায়তায় দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা—সেটিও ভাবার বিষয়।”
তিনি আন্তরিকভাবে আহ্বান জানান, “যদি অন্তর্বর্তী সরকার আরও স্বচ্ছ ও সাহসী ভূমিকা পালন করে, তবে গণতন্ত্রপ্রেমী জনগণ ও রাজনৈতিক দলগুলো তাদের পাশে থাকবে।”
শহীদদের রক্তের ঋণ শোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
তারেক রহমান বলেন, “ফ্যাসিবাদমুক্ত, ইনসাফভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার মাধ্যমেই শহীদদের রক্তের ঋণ শোধ করা সম্ভব। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত, জবাবদিহিমূলক সরকার গঠনের পথেই কেবল প্রকৃত স্বাধীনতা ও গণতন্ত্র নিশ্চিত করা যাবে।”
বক্তাদের বক্তব্য ও আবেগঘন মুহূর্ত
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিলা। বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, রুহুল কবির রিজভী, অধ্যাপক মোর্শেদ হাসান খান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী প্রমুখ।
শহীদ পরিবারের সদস্যদের বক্তব্যে মিলনায়তনে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। অনেক নেতাকর্মীকে চোখ মুছতে দেখা যায়।
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রাসহ বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।