ব্রাহ্মণবাড়িয়ার পুরোনো ভিডিও গোপালগঞ্জের নামে প্রচার করলেন জয়
নিউজ ডেস্ক :
গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় উত্তপ্ত পরিস্থিতির মধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি ভিডিও। ভিডিওটিতে দেখা যায়, পুলিশের একটি গাড়িতে এক ব্যক্তির নিথর দেহ তোলা হচ্ছে। ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়, এটি গোপালগঞ্জের ঘটনা এবং নিহত ব্যক্তি পুলিশের গুলিতে মারা গেছেন।
তবে অনুসন্ধানে জানা গেছে, ভিডিওটি গোপালগঞ্জের নয়, এটি ২০২৪ সালের একটি পুরোনো ভিডিও যা ব্রাহ্মণবাড়িয়ার।
রিউমর স্ক্যানারের অনুসন্ধান অনুযায়ী, ভিডিওটি প্রথম ভাইরাল হয় ২০২৪ সালের ৪ জুন। সেটি ছিল ব্রাহ্মণবাড়িয়ার ভাদুঘর বাস স্ট্যান্ড সংলগ্ন গরুর বাজারে ঘটে যাওয়া একটি ঘটনা, যেখানে ছিনতাইয়ের অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ভিডিওটি ফেসবুকে ছড়ায় ‘প্রাণের ব্রাহ্মণবাড়িয়া’ নামক একটি পেজ এবং ‘Mohammad Sajon’ নামের একটি ব্যক্তিগত প্রোফাইল থেকে। উভয় ক্ষেত্রেই ক্যাপশনে দাবি করা হয়েছিল— ঘটনাটি ব্রাহ্মণবাড়িয়ার।
এমন প্রেক্ষাপটে ভিডিওটি নতুন করে শেয়ার করে এটিকে গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতার প্রমাণ হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর এবং গুজব ছড়ানোর শামিল।
বিশ্লেষকদের মতে, দেশের চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে এমন ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানো জনমনে উত্তেজনা বাড়াতে পারে, যা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে।
সাধারণ জনগণকে বিভ্রান্ত না হয়ে যাচাই-বাছাই করে তথ্য গ্রহণের আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট মহল।