ব্যবসায়ী সোহাগ হত্যায় গ্রেফতার আরও ২, শাটডাউনের ঘোষণা শিক্ষার্থীদের
নিউজ ডেস্ক :
রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের (মিটফোর্ড) সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগ হত্যার ঘটনায় আরও দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১৩ জুলাই) সকালে রাজধানী ঢাকা ও নেত্রকোনা জেলায় অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি সজীব ও রাজীবকে গ্রেফতার করা হয় বলে জানায় ডিবি। এই নিয়ে মামলার মোট সাতজন আসামিকে গ্রেফতার করা হলো।
এদিকে, হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে এবং হাসপাতাল এলাকা নিরাপদ করার দাবিতে আন্দোলনে নেমেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। আজ দুপুর থেকে তারা হাসপাতালের সামনে বিক্ষোভে অংশ নেন এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাটডাউনের ঘোষণা দেন।
উল্লেখ্য, গত বুধবার (৯ জুলাই) প্রকাশ্যে কুপিয়ে ও ইট দিয়ে মাথা থেতলে নির্মমভাবে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। এ ঘটনায় নিন্দার ঝড় উঠলে নিহতের বোন বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় ১৯ জনের নাম উল্লেখ করা হয়।
স্থানীয়দের ধারণা, এলাকায় চাঁদাবাজির বিরোধের জের ধরেই এ হত্যাকাণ্ড ঘটেছে।