ব্যক্তিগত সহকারীসহ ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও মারধরের অভিযোগে মামলা
নিউজ ডেস্ক :
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে এসিড নিক্ষেপ ও শারীরিক নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তার ব্যক্তিগত সহকারী মো. ফয়সালকেও এই মামলার আসামি করা হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলমের আদালতে রাশিদা আক্তার (৩৫) নামের এক নারী এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে সিআইডিকে অভিযোগের তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
বাদী পক্ষের আইনজীবী মুজাহিদুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
কী অভিযোগে মামলা?
মামলার এজাহারে রাশিদা আক্তার উল্লেখ করেন, গত ২ জুন রাজধানীর একটি কোরবানির গরুর হাটে ডিপজলের আগমন সম্পর্কে জানতে পেরে তিনি ভক্ত হিসেবে তার সঙ্গে কথা বলার উদ্দেশ্যে সেখানে যান। কিন্তু ডিপজল নিজের ব্যক্তিগত সহকারীকে বলেন, “এই মহিলা এখানে কীভাবে ঢুকলো, বের কর এখান থেকে।”
পরে ফয়সালসহ আরও ৮-১০ জন ব্যক্তি রাশিদাকে শারীরিকভাবে হেনস্তা করে, মারধর করে এবং রশি দিয়ে টেনে হাট থেকে বের করে দেওয়ার চেষ্টা করে। এ সময় তিনি আহত হলে বলেন, “আমাকে ছাড়, আমি ডিপজল ভাইয়ের কাছে বিচার দেবো।”
জবাবে পিএস বলেন, “ভেতরে গেলে ডিপজল ভাই তোকে খুন করে ফেলবে।” এরপর পিএসের নির্দেশে একজন একটি ছোট গ্যালন নিয়ে এসে তার ঘাড়ে ঢেলে দেয়। বাদীর দাবি, গ্যালনের তরল পদার্থে তার শরীর পুড়ে যায় এবং তিনি যন্ত্রণায় কাঁদতে কাঁদতে বাসায় ফিরে যান।
পরবর্তী সময়ে ৪ জুন থেকে ১১ জুন পর্যন্ত তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা নেন। ১২ জুন মামলা করতে গেলে ডিপজলের পিএস তাকে ফোন করে হুমকি দেন এবং মামলা না করার জন্য চাপ দেন বলেও এজাহারে অভিযোগ করেন তিনি।
আদালতের নির্দেশ
আদালত বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সিআইডিকে তদন্ত করে যথাযথ প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলাটি বর্তমানে প্রাথমিক তদন্তাধীন অবস্থায় রয়েছে।
ডিপজলের প্রতিক্রিয়া
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডিপজল বা তার পক্ষে কেউ আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।