বৌভাত শেষে বাড়ি ফেরা হলো না হান্নান হাওলাদারের
স্টাফ রিপোর্টার, পিরোজপুর:
বৌভাতের আনন্দঘন অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন আব্দুল হান্নান হাওলাদার (৫৫)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন। শুক্রবার (২৭ জুন) বিকেল ৫টার দিকে পিরোজপুর সদর উপজেলার ব্রাহ্মণকাঠী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের বৌভাত অনুষ্ঠানে অংশ নিতে মেয়েপক্ষের লোকজন একটি বাসযোগে দুর্গাপুর চুঙ্গাপাশা থেকে মূলগ্রামের উদ্দেশে রওনা হন। পথে ব্রাহ্মণকাঠী এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে যায় এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়।
নিহত আব্দুল হান্নান হাওলাদার সদর উপজেলার মূলগ্রাম এলাকার আব্দুল কাদের হাওলাদারের ছেলে। তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিরোজপুর জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. নিজাম উদ্দিন বলেন, “দুর্ঘটনায় একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত ২৪ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এরমধ্যে ৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন কমপক্ষে ৩০ জন। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালিয়েছে।”
জেলা প্রশাসক মো. আশরাফুল আলম খান বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত আশপাশের উপজেলা থেকে অ্যাম্বুলেন্স এনে আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এই দুর্ঘটনা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।