বিবিসি প্রতিবেদনে উঠে এলো যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের চিত্র বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, জুলাই ৯, ২০২৫ বিবিসি প্রতিবেদনে উঠে এলো যাত্রাবাড়ীতে পুলিশি হত্যাকাণ্ডের চিত্র ডেস্ক রিপোর্ট | রাজধানীর যাত্রাবাড়ীতে ৫ আগস্টের শান্তিপূর্ণ বিক্ষোভ রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়, যেখানে অন্তত ৫২ জন বিক্ষোভকারী প্রাণ হারান বলে বিবিসির এক অনুসন্ধানী প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ, যাদের অনেকে এখনো মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলেছিল গুলি বিবিসি জানিয়েছে, বিকেল ৩টা ১৭ মিনিট পর্যন্ত যাত্রাবাড়ী থানা প্রাঙ্গণ ও সংলগ্ন সড়কে গুলিবর্ষণ চলতে থাকে। প্রায় আধা ঘণ্টা ধরে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ড্রোন ফুটেজে দেখা গেছে, রাস্তায় পড়ে রয়েছে নিহত ও আহতদের দেহ, আন্দোলনকারীরা রিকশা-ভ্যানে করে তাদের সরিয়ে নিচ্ছেন। বিক্ষোভ ছড়িয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকায় গুলিবর্ষণের পর বিক্ষোভকারীদের একাংশ শাহবাগ অভিমুখে রওনা দেন। অপর অংশটি যাত্রাবাড়ী থানায় আগুন ধরিয়ে দেন। এতে ঘটনাস্থলেই ছয় পুলিশ সদস্য নিহত হন বলে নিশ্চিত করেছে প্রতিবেদনটি। আইনি পদক্ষেপ ও সেনাবাহিনীর নিরবতা ঘটনার পর যাত্রাবাড়ী থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানসহ পুলিশের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। বাংলাদেশ পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানান, “আমরা নিরপেক্ষ তদন্ত শুরু করেছি। যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।” এ ঘটনায় সেনাবাহিনীর কোনো ভূমিকা ছিল কিনা, তা জানতে চাওয়া হলে সেনাবাহিনী কোনো মন্তব্য করতে রাজি হয়নি। নিহতের সংখ্যা ৩০ নয়, ৫২ প্রথমে নিহতের সংখ্যা ৩০ জন বলা হলেও বিবিসি মৃতদের পরিবার, হাসপাতালের নথি ও সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত করেছে, অন্তত ৫২ জন আন্দোলনকারী প্রাণ হারিয়েছেন। বিক্ষোভের প্রকৃত কারণ, গুলি চালানোর নির্দেশ কে দিয়েছিল, আর কারা ভেতর থেকে উসকানি দিয়েছিল—এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। SHARES অপরাধ বিষয়: