বিডি সময়ে আলিফের নিখোঁজ সংবাদ প্রকাশিত হওয়ার ৩ ঘণ্টা পর মিলেছে খোঁজ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫ বিডি সময়ে আলিফের নিখোঁজ সংবাদ প্রকাশিত হওয়ার ৩ ঘণ্টা পর মিলেছে খোঁজ রাশেদ রাসু, লোহাগড়া থেকে : নড়াইলের লোহাগড়া উপজেলার জয়পুর মধ্যপাড়ার জাহানারা মঞ্জিল এলাকার ১৩ বছর বয়সী নিখোঁজ কিশোর হাসিবুজ্জামান (আলিফ) শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেছে। সকালে প্রাইভেট পড়তে গিয়ে নিখোঁজ হওয়ার পর পরিবার এবং এলাকাজুড়ে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে। জানা গেছে, সোমবার (১৫ জুলাই) সকাল ৬টার দিকে আলিফ প্রাইভেট শিক্ষকের বাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজ সাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের পক্ষ থেকে আত্মীয়স্বজন এবং পরিচিতজনদের বাড়ি, আশপাশের এলাকা ও বিভিন্ন স্থানে খোঁজ করেও তার সন্ধান মেলেনি। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলিফের নিখোঁজ সংবাদ ও ছবি ছড়িয়ে পড়লে ঢাকায় অবস্থানরত এক ব্যক্তি তাকে শনাক্ত করেন। ওই ব্যক্তি তাৎক্ষণিকভাবে আলিফের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন এবং নিশ্চিত করেন যে, আলিফ বর্তমানে ঢাকায় রয়েছে এবং সুস্থ আছে। পরিবার সূত্রে জানা যায়, কেউ বা কারা তাকে নারান্দিয়া রেলস্টেশন থেকে ট্রেনে তুলে ঢাকায় নিয়ে যায়। বর্তমানে আলিফকে ফিরে পেতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় পরিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে কিছুটা স্বস্তি ফিরলেও, কীভাবে কিশোরটি ঢাকায় পৌঁছাল এবং কারা তাকে নিয়ে গেল—সে বিষয়ে এখনও স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। আলিফের বাবা-মা ও পরিবারের সদস্যরা তার নিরাপদে খোঁজ মেলার জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। SHARES সারা বাংলা বিষয়: