বিডি সময়ের সম্পাদক রাশেদ রাসুর বোনজামাই হারুন অর রশিদ আর নেই
নড়াইল (লোহাগড়া), ৬ জুলাই:
বিডি সময়-এর প্রকাশক ও সম্পাদক রাশেদ রাসুর একমাত্র বোনজামাই হারুন অর রশিদ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ রবিবার, ৬ জুলাই ২০২৫, দুপুর ১টা ৪৫ মিনিটে নড়াইলের লোহাগড়া পৌরসভার গোপীনাথপুর গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগ ও ব্লাড ক্যান্সারে ভুগছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
হারুন অর রশিদের নামাজে জানাজা আজ রবিবার সন্ধ্যা ৭টায় লক্ষীপাশা আল মারকাজুল মসজিদ মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে এবং লক্ষ্মীপাশা কেন্দ্রীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হবে।
বিডি সময় পরিবার তার আত্মার মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছে।