বিএনপির রাজনীতিতে ‘বামঘেঁষা’ প্রভাবের অভিযোগ, পদত্যাগ করলেন ড. ফয়জুল হক বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:১৩ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫ বিএনপির রাজনীতিতে ‘বামঘেঁষা’ প্রভাবের অভিযোগ, পদত্যাগ করলেন ড. ফয়জুল হক নিউজ ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে পদত্যাগের ঘোষণা দিলেন দলের সাবেক নেতা ও ইসলামপন্থী চিন্তাবিদ ড. ফয়জুল হক। এক ফেসবুক পোস্টে তিনি এই সিদ্ধান্ত জানান, যেখানে বিএনপির বর্তমান রাজনৈতিক দিকনির্দেশনার সঙ্গে তাঁর আদর্শিক বিরোধের বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেন। ড. ফয়জুল হক জানান, তিনি ২০১৫ সালে বিএনপির মালয়েশিয়া কমিটির সহ-সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন এবং ২০১৮ সালে ঝালকাঠী-১ ও ঝালকাঠী-২ আসনে দলের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদসহ বিভিন্ন ইসলামপন্থী ও সামাজিক সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার অভিযোগ, ৫ আগস্টের ঘটনার পর থেকে বিএনপির নেতৃত্ব “বামঘেঁষা মতাদর্শের প্রভাবে” নিজেদের মূল অবস্থান থেকে বিচ্যুত হয়েছে। ইসলামপন্থী চিন্তাবিদ ও দলগুলোর প্রতি নেতিবাচক মনোভাব দলের ভেতর গভীর আদর্শিক সংকটের ইঙ্গিত দেয় বলে তিনি মন্তব্য করেন। “আমি বিএনপির বর্তমান রাজনীতি ও কৌশলের সঙ্গে নিজের আদর্শকে খাপ খাওয়াতে পারছি না,”—ফেসবুক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। নিজেকে একজন ‘ডানপন্থী ও দেশপ্রেমিক’ রাজনৈতিক কর্মী হিসেবে অভিহিত করে ড. ফয়জুল বলেন, তিনি কখনোই সন্ত্রাস, পাথর ছোড়া, কিংবা চাঁদাবাজির রাজনীতি সমর্থন করেননি। তার রাজনীতির চালিকাশক্তি হলো ধর্মীয় মূল্যবোধ, মানবিকতা এবং সাধারণ মানুষের অধিকার। তিনি আরও বলেন, “দলের চেয়ে দেশ বড়। সত্য ও ন্যায়ের পক্ষে থাকাই আমার দায়িত্ব। আমি আর কোনো দলের ছায়ায় থাকবো না।” তিনি জানান, ঝালকাঠী-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতি সম্মান ও শুভকামনা জানিয়ে তিনি বলেন, “আমি নীতির প্রশ্নে আপসহীন থেকে মৃত্যুর আগপর্যন্ত জনগণের পক্ষে কথা বলে যেতে চাই।” ফয়জুল হকের এই পদত্যাগ বিএনপির অভ্যন্তরীণ আদর্শিক টানাপোড়েন ও রাজনৈতিক অবস্থানের বিভ্রান্তির বিষয়গুলো নতুন করে সামনে এনেছে বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। SHARES রাজনীতি বিষয়: