বিএনপির বিরুদ্ধে অপপ্রচার পরিকল্পিত চক্রান্ত: মির্জা ফখরুল বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৫ বিএনপির বিরুদ্ধে অপপ্রচার পরিকল্পিত চক্রান্ত: মির্জা ফখরুল নিউজ ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার জন্য দলটির বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনাকে একটি ‘সুনির্দিষ্ট চক্রান্ত’ হিসেবে অভিহিত করেছেন তিনি। রোববার (১৩ জুলাই) বিকেলে রাজধানীর গুলশানে অনুষ্ঠিত ‘তারেক রহমান: দ্য হোপ অব বাংলাদেশ’ শীর্ষক গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তারেক রহমানকে ‘নেতা’ হিসেবে প্রতিষ্ঠা ঠেকাতেই অপপ্রচার মির্জা ফখরুল বলেন, “আজকে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চলছে, সেটি একেবারেই পরিকল্পিত। উদ্দেশ্য একটাই—বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া এবং ভবিষ্যতের সম্ভাবনাময় নেতা তারেক রহমানকে খারাপভাবে উপস্থাপন করে তার উত্থান ঠেকানো।” তিনি বলেন, “তারেক রহমানের নেতৃত্বের পেছনে কেবল পারিবারিক পরিচয় নয়, রয়েছে তার ব্যক্তিগত গুণাবলি ও সাংগঠনিক দক্ষতা। অল্প সময়ে যেভাবে তিনি সারা দেশের সংগঠনকে পুনর্গঠিত করেছেন, তা সত্যিই বিরল।” চীন সফরের স্মৃতিচারণ ২০০২ সালে খালেদা জিয়ার চীন সফরের একটি ঘটনাও স্মৃতিচারণ করেন ফখরুল। তিনি জানান, সফরকালে চীনের প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেখে বলেছিলেন—”Carry the flag of your father and mother”। এ মন্তব্যকে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন বিএনপি মহাসচিব। ‘মাথা নত করেননি, যেমন করেননি তার মা’ তারেক রহমানের রাজনৈতিক সংগ্রামের কথা তুলে ধরে তিনি বলেন, “নির্যাতন, নির্বাসন, পরিবার থেকে বিচ্ছিন্নতা—সব কিছুর মধ্যেও তারেক রহমান কখনও মাথা নত করেননি, যেমন তার মা খালেদা জিয়াও করেননি।” ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের ভূমিকার প্রশংসা আন্দোলন-সংগ্রামে বিএনপি সমর্থিত ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্টদের অবদানের প্রশংসা করেন ফখরুল। তিনি বলেন, “আপনাদের ভূমিকা অতুলনীয়। দল সব সময় আপনাদের পাশে ছিল, থাকবে।” অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিবর্গ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ইসমাইল জবিহউল্লাহ। সঞ্চালনায় ছিলেন কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। বক্তব্য দেন অর্থনীতিবিদ অধ্যাপক মাহবুব উল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোর্শেদ হাসান খান, রাজনৈতিক বিশ্লেষক ড. জাহিদ উর রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন, মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেন্টাল অনুষদের ডিন সহযোগী অধ্যাপক সাথাওয়াত হোসেন সায়ন্থসহ বিএনপি সমর্থিত অনলাইন কর্মী ও ব্লগাররা। SHARES রাজনীতি বিষয়: