বাবার মরদেহ পুকুরে, ছেলের বিরুদ্ধে হত্যার অভিযোগে উত্তেজনা
নিউজ ডেস্ক :
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুকুর থেকে মো. এনাম (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে হত্যা করে লাশ পুকুরে ফেলে দিয়েছেন তারই ছেলে মো. মোবারক (৩০)।
শুক্রবার (১৮ জুলাই) দুপুরে নাজিরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের মিয়া সুলতান বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের চাচাতো ভাই মো. মিজান গণমাধ্যমকে জানান, এনামের ছেলে মোবারক ও তার পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে এনামকে নির্যাতন করে আসছিলেন। তারা কখনো ঠিকমতো খাবার দিতেন না, কখনো বাসা থেকে বের করে দিতেন। মিজানের দাবি, পিতাকে পরিকল্পিতভাবে হত্যা করে পুকুরে মরদেহ ফেলে দিয়েছে মোবারক।
এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী মোবারককে ঘিরে ফেলেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ফটিকছড়ি থানা পুলিশ।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রফিকুল ইসলাম জানান, "আমরা মরদেহ উদ্ধার করেছি। মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে প্রয়োজনীয় তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।"
মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত করছে বলে জানা গেছে।