বাবার দোকান থেকে বাড়ি ফেরা হলো না শিশু খাদিজার পথেই ঝরলো প্রাণ
নিজস্ব প্রতিবেদক :
সাভারের আশুলিয়ায় দ্রুতগতির একটি মিনি কাভার্ড ভ্যানের চাপায় খাদিজা আক্তার (৫) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৬ জুলাই) সন্ধ্যায় আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের ইউসুফ মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত খাদিজা বরিশালের হিজলা উপজেলার চর দুর্গাপুর গ্রামের ফারুক সরদারের মেয়ে। সে পরিবারের সঙ্গে আশুলিয়ার ইউসুফ মার্কেট এলাকায় বসবাস করতো।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাবার দোকান থেকে বাসায় ফেরার সময় খাদিজা রাস্তা পার হচ্ছিল। এ সময় দ্রুতগতিতে আসা একটি মিনি কাভার্ড ভ্যান তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর এলাকাবাসী চালককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় এনেছি। নিহতের পরিবার এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। তবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
শিশু খাদিজার এই মৃত্যুতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।