বয়স আটকাতে ‘অ্যান্টি এজিং’ চিকিৎসা চলছিল শেফালীর, নিচ্ছিলেন ইঞ্জেকশনও!
বিনোদন ডেস্ক:
বলিউডে শোকের ছায়া নেমে এসেছে জনপ্রিয় অভিনেত্রী শেফালী জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে। 'কাঁটা লাগা গার্ল' খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুর খবর জানার পর ভক্ত ও সহকর্মীরা চরম শোক এবং বিস্ময়ের মধ্যে রয়েছেন।
শুক্রবার (২৭ জুন) গভীর রাতে আচমকাই মৃত্যুবরণ করেন শেফালী। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে ‘অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট’ নিচ্ছিলেন তিনি। তবে তার মৃত্যুর সঙ্গে এই চিকিৎসার কোনও সরাসরি সম্পর্ক আছে কি না, তা এখনও নিশ্চিত নয়।
শেফালীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, গত পাঁচ-ছয় বছর ধরে ত্বকের ঔজ্জ্বল্য বৃদ্ধির লক্ষ্যে তিনি নিয়মিত অ্যান্টি-এজিং চিকিৎসা গ্রহণ করছিলেন। চিকিৎসাটির অংশ হিসেবে শেফালীকে ভিটামিন সি ও গ্লুটাথিওন ইনজেকশন দেওয়া হতো।
গ্লুটাথিওন সাধারণত শরীরের ডিটক্সিফিকেশন ও স্কিন ফেয়ারনেস বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে থাকে। তবে চিকিৎসকরা জানিয়েছেন, এসব ওষুধ সরাসরি হৃদযন্ত্রের ক্ষতি করে—এমন কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও নেই। এটি মূলত একটি কসমেটিক চিকিৎসা পদ্ধতি।
চিকিৎসকরা আরও বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে ফরেনসিক রিপোর্ট হাতে পেলেই। তবে শেফালীর অনাকাঙ্ক্ষিত এই মৃত্যুকে ঘিরে অ্যান্টি-এজিং চিকিৎসার নিরাপত্তা এবং পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে বলিউড অঙ্গনে।
প্রয়াত শেফালী জারিওয়ালা একসময় 'কাঁটা লাগা' গানে পারফর্ম করে ভারতীয় সংগীতভিত্তিক মিউজিক ভিডিও জগতে ব্যাপক আলোড়ন তুলেছিলেন। তার হঠাৎ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মী শিল্পী, নির্মাতা ও অসংখ্য অনুরাগী।