বন্যা শেষে ঘরে ফেরা, রান্নাঘরে ওঁত পেতে ছিল মৃত্যু

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫

বন্যা শেষে ঘরে ফেরা, রান্নাঘরে ওঁত পেতে ছিল মৃত্যু

নিউজ ডেস্ক :

ফেনীর পরশুরাম উপজেলায় রান্নাঘরে সাপের কামড়ে রোকেয়া আক্তার রিনা (৪৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ জুলাই) রাতে পৌরসভার সলিয়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বন্যার পানি বাড়িতে ঢুকে পড়ায় রিনা ও তার স্বামী শফিকুল ইসলাম নিরাপদ স্থানে আশ্রয় নেন। পানি কমে গেলে শুক্রবার বিকেলে তারা বাড়িতে ফেরেন। সন্ধ্যার দিকে রান্নাঘরে প্রবেশ করলে সেখানে লুকিয়ে থাকা একটি বিষধর সাপ রিনার পায়ে কামড় দেয়।

রিনার চিৎকারে স্বামী শফিকুল দ্রুত তাকে উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে অ্যান্টিভেনম ইনজেকশন না থাকায় দ্রুত ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

নিহতের স্বামী শফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, “পরশুরামে আশানুরূপ চিকিৎসা না পেয়ে স্ত্রীকে ফেনী সদর হাসপাতালে নেই। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।”

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. রেদোয়ান জানান, “রোকেয়া আক্তারকে হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। সময়মতো অ্যান্টিভেনম দেওয়া গেলে হয়তো তাকে বাঁচানো যেত।”

এ বিষয়ে ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মাদ রুবাইয়াত বিন করিম জানান, “জেলা সিভিল সার্জন কার্যালয়সহ সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথেষ্ট পরিমাণে অ্যান্টিভেনম, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট, খাবার স্যালাইনসহ প্রয়োজনীয় ওষুধ মজুত রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে ৭৬টি ইমার্জেন্সি মেডিকেল টিম মাঠে কাজ করছে।”

এ ঘটনার পর এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।