বন্যার কারণে আলিম ও কারিগরি বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫ বন্যার কারণে আলিম ও কারিগরি বোর্ডের বৃহস্পতিবারের পরীক্ষা স্থগিত প্রতিবেদন, রাশেদ রাসু : দেশজুড়ে বন্যা পরিস্থিতির অবনতির কারণে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের আলিম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের বিএম/বিএমটি পর্যায়ের বৃহস্পতিবারের (১০ জুলাই) সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। বুধবার (৯ জুলাই) রাতে বোর্ড দুটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায়। মাদরাসা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “বন্যা পরিস্থিতির কারণে ১০ জুলাইয়ের আলিম পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।” একই রাতে কারিগরি শিক্ষা বোর্ডও এইচএসসি (বিএম/বিএমটি) বিভাগের সব পরীক্ষা স্থগিতের ঘোষণা দেয়। গত কয়েক দিন ধরে দেশের বিভিন্ন জেলায় টানা বর্ষণে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুরসহ বিভিন্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীদের যাতায়াতে সমস্যা হওয়ায় পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে বলে জানানো হয়। উল্লেখ্য, চলতি বছর ২৬ জুন শুরু হওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৬ হাজারের বেশি আলিম পরীক্ষার্থী এবং ১ লাখ ৯ হাজারের বেশি কারিগরি শিক্ষার্থীর পরীক্ষার সময়সূচি এ সিদ্ধান্তে প্রভাবিত হলো। তবে বাকি দিনের পরীক্ষাগুলো পূর্বঘোষিত রুটিন অনুযায়ী অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট বোর্ডগুলো। SHARES জরুরী সেবা বিষয়: