ফেসবুকে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

প্রকাশিত: ৪:৪৯ অপরাহ্ণ, জুন ২৮, ২০২৫

ফেসবুকে প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি
আওয়ামী লীগ কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম প্রতিনিধি:

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রক্তমাখা ছুরি হাতে ভিডিও প্রকাশ করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যার হুমকি দেয়ার অভিযোগে চট্টগ্রামের ফটিকছড়ি থেকে মো. আলমগীর (৩৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জুন) রাতে ফটিকছড়ি সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, অভিযুক্ত আলমগীরের বিরুদ্ধে এর আগেও একটি বিস্ফোরক আইনে মামলা ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, আলমগীর রক্তমাখা ছুরি হাতে নিয়ে প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি এবং সেনাপ্রধানকে প্রকাশ্যে হত্যার হুমকি দিচ্ছেন। ভিডিওতে তিনি অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং সহিংস উসকানিমূলক বক্তব্য দেন।

ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমেদ বলেন, “রাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্য করে প্রকাশ্যে হত্যার হুমকির ঘটনায় ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে বিস্ফোরক আইনে দায়ের হওয়া একটি মামলায় আদালতে পাঠানো হয়েছে।”

এ ঘটনায় এলাকার রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অভিযুক্ত আলমগীরের দলীয় পরিচয় যাচাই করে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে প্রশাসন।