ফরিদপুরে যৌথ বাহিনীর রাতভর অভিযান: বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১৫ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৫ ফরিদপুরে যৌথ বাহিনীর রাতভর অভিযান: বিপুল মাদক ও অস্ত্রসহ আটক ১৫ বিডি সময় ডেস্ক রিপোর্ট: ফরিদপুর শহরের গুহ লক্ষীপুর রেল বস্তিতে রাতভর অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে যৌথ বাহিনী। অভিযানে ৬ জন নারীসহ মোট ১৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাত ১১টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৪টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। দেশব্যাপী সন্ত্রাস ও মাদক নির্মূল অভিযানের অংশ হিসেবে যৌথ বাহিনী এ তল্লাশি অভিযান চালায়। অভিযান চলাকালে বস্তির বিভিন্ন ঘর থেকে ৭৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এসব অস্ত্রের মধ্যে রয়েছে চাইনিজ কুড়াল, রামদা, চাপাতি, চাকু ও হাতুড়ি। এছাড়াও উদ্ধার করা হয়েছে ৪৫ কেজির বেশি গাঁজা, ৩৩৭ পিস ইয়াবা, ২১১ গ্রাম হেরোইন, দুই বোতল দেশি মদ এবং ১৯টি মোবাইল ফোন। আটককৃতদের মধ্যে ৬ জন নারী মাদক ব্যবসায়ী রয়েছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা দায়ের করে ফরিদপুর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায়, মাদক ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। SHARES অপরাধ বিষয়: