প্রেমিকার বিয়ের খবরে কিশোরের আত্মহত্যা, এলাকাজুড়ে শোক
পাবনা প্রতিনিধি:
প্রেমিকার বিয়ের খবর শুনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে গোলাম রাব্বি (১৫) নামের এক কিশোর। সোমবার (৩০ জুন) পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের কুবিরদিয়া গ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মৃত রাব্বি ওই গ্রামের দিনমজুর রবিউল শেখের ছেলে। পরিবারের দাবি, পাশের গ্রামের এক মেয়ের সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ছেলেটির পরিবার সম্পর্কটি মেনে নিলেও মেয়েটির পরিবার শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছিল।
রাব্বির বড় ভাই রিয়াজ শেখ জানান, “কিছুদিন আগে রাব্বি ও মেয়েটি একসঙ্গে নিখোঁজ হয়েছিল। পরে উভয় পরিবার তাদের ফিরিয়ে এনে বিয়ের আশ্বাস দেয়। কিন্তু কৌশলে মেয়েটিকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয় এবং রাব্বির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। সোমবার সকালে মেয়েটির এক আত্মীয় রাব্বিকে জানায়, মেয়েটির বিয়ে হয়ে গেছে। এ খবরে মানসিকভাবে ভেঙে পড়ে রাব্বি। দুপুরে বাড়ির সবাই বাইরে থাকাকালে নিজ ঘরে গলায় ফাঁস দেয় সে।”
পরিবারের অভিযোগ, এটি নিছক আত্মহত্যা নয়, বরং রাব্বিকে আত্মহত্যায় প্ররোচিত করা হয়েছে। তারা মেয়েটির পরিবারের বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার দাস বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। প্রাথমিকভাবে এটি অপমৃত্যু হিসেবে রেকর্ড করা হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে বলছেন, কিশোর-কিশোরীদের সম্পর্ক ও মানসিক অবস্থা সম্পর্কে পরিবার ও সমাজের আরও দায়িত্বশীল ও সহানুভূতিশীল হওয়া প্রয়োজন। সমাজে খোলামেলা আলোচনা ও সহনশীলতা না থাকলে এমন মর্মান্তিক ঘটনা আরও ঘটতে পারে বলেও আশঙ্কা তাদের।