প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোয় বিএনপি নেতা আজীবন বহিষ্কৃত

প্রকাশিত: ৩:৪০ অপরাহ্ণ, জুলাই ১৪, ২০২৫

প্রবাসীর স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জড়ানোয় বিএনপি নেতা আজীবন বহিষ্কৃত

নিউজ ডেস্ক :

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় অনৈতিক সম্পর্কে জড়ানোর অভিযোগে বিএনপির এক নেতাকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত নেতা হলেন ধামশ্বর ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম মুনজেল (৪৫)।

উপজেলা বিএনপির সভাপতি মো. সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আনিসুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, মুনজেল দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী ও অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। এসব কর্মকাণ্ডের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় নেতাকর্মীদের তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না রাখার নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, গত শুক্রবার (১১ জুলাই) রাত আনুমানিক ২টার দিকে চর দেশগ্রামের এক প্রবাসীর বাড়িতে অনৈতিক অবস্থায় মুনজেলকে আটক করে স্থানীয় জনতা। পরে রাতভর তাকে গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামশ্বর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লুৎফর রহমান পিন্টু বলেন, “গ্রামবাসী রাত ২টার দিকে তাদের আটক করে। পরবর্তীতে তারা দুজনেই অনৈতিক সম্পর্কের বিষয়টি স্বীকার করেন। ওই নারীর প্রবাসী স্বামী জানিয়েছেন, তিনি আর স্ত্রীর সঙ্গে সংসার করবেন না।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বিএনপির পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ায় সংগঠনের নেতাকর্মীরা স্বস্তি প্রকাশ করেছেন।