পৃথিবী ঘুরছে আরও দ্রুত, ছোট হচ্ছে দিন-রাত

প্রকাশিত: ৫:৪৭ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৫

পৃথিবী ঘুরছে আরও দ্রুত, ছোট হচ্ছে দিন-রাত

আন্তর্জাতিক ডেস্ক :

পৃথিবী তার স্বাভাবিকের তুলনায় দ্রুত ঘুরছে—এমন তথ্য উঠে এসেছে সাম্প্রতিক এক বৈজ্ঞানিক গবেষণায়। ফলে দিনে সময়ের দৈর্ঘ্য মিলিসেকেন্ড মাত্রায় কমে যাচ্ছে, যা মানুষ অনুভব করতে না পারলেও সময় নির্ধারণ ব্যবস্থায় বড় প্রভাব ফেলতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।

সাধারণত পৃথিবী প্রতি ৮৬,৪০০ সেকেন্ডে নিজের অক্ষের চারপাশে একবার ঘোরে। এই সময়কেই আমরা একদিন হিসেবে জানি। তবে ওয়াশিংটনের আন্তর্জাতিক আর্থ রোটেশন অ্যান্ড রেফারেন্স সিস্টেম সার্ভিস (IERS) জানায়, ২০২০ সাল থেকে পৃথিবীর ঘূর্ণনের গতি বাড়ছে এবং দিনে সময় ক্রমাগত মিলিসেকেন্ড মাত্রায় ছোট হয়ে আসছে।

বিশেষজ্ঞদের ধারণা, যদি এই প্রবণতা অব্যাহত থাকে, তাহলে ২০২৯ সালে ইতিহাসে প্রথমবারের মতো ‘লিপ সেকেন্ড’ বাদ দিতে হতে পারে। সাধারণত পৃথিবীর ধীরগতির জন্য অতিরিক্ত এক সেকেন্ড যোগ করা হয় সময় নির্ভুল রাখতে। কিন্তু এবার উল্টো চিত্র!

বিজ্ঞানীরা ২০২৫ সালের তিনটি তারিখকে চিহ্নিত করেছেন—৯ জুলাই, ২২ জুলাই ও ৫ আগস্ট, যেদিন পৃথিবীর ঘূর্ণন গতি তুলনামূলক বেশি হবে। ৫ আগস্ট দিনের দৈর্ঘ্য ২৪ ঘণ্টার চেয়ে ১.৫১ মিলিসেকেন্ড কম হতে পারে বলে জানিয়েছে USA Today।

তবে বিজ্ঞানীরা এটাও বলছেন, এই সূক্ষ্ম পরিবর্তন এখনই আমাদের দৈনন্দিন জীবনে প্রভাব ফেলবে না। কিন্তু পরমাণু ঘড়ি, স্যাটেলাইট, জিপিএস ও যোগাযোগব্যবস্থার জন্য সময়ের নিখুঁত হিসাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পৃথিবীর ঘূর্ণনের গতি চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় টান, সমুদ্রের জোয়ার-ভাটা, বরফের গলন এবং অভ্যন্তরীণ ভৌগলিক পরিবর্তনের কারণে ওঠানামা করে। আর ভবিষ্যদ্বাণী অনুযায়ী, কোটি কোটি বছর পর একদিন হয়তো দিনের দৈর্ঘ্য ২৫ ঘণ্টায় পৌঁছাতে পারে!