পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

পূর্ব শত্রুতার জেরে কিশোরগঞ্জে ভ্যানচালককে পিটিয়ে হত্যা

বিডি সময় নিউজ :

কিশোরগঞ্জের বাজিতপুরে পূর্ব শত্রুতার জেরে নর্মুজ আলী (৪৮) নামে এক ভ্যানচালককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। মঙ্গলবার (৮ জুলাই) সকালে উপজেলার দিঘিরপাড় ইউনিয়নের হৃষিপাড়া এলাকায় এই নির্মম হত্যাকাণ্ড ঘটে।

নিহত নর্মুজ আলী শাহপুর সাতানি গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। তিনি ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, হৃষিপাড়ার কিছু ব্যক্তির সঙ্গে নর্মুজ আলীর দীর্ঘদিনের আর্থিক বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে বাড়ি থেকে ভ্যান নিয়ে বাজিতপুরে যাওয়ার পথে হৃষিপাড়ায় ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তার ওপর অতর্কিত হামলা চালায়। তাকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নর্মুজ আলীর স্ত্রী সোমা বেগম বলেন, “হৃষি সম্প্রদায়ের কয়েকজনের সঙ্গে আমার স্বামীর বিরোধ ছিল। তারা কয়েক দিন ধরেই হুমকি দিচ্ছিল। আজ পরিকল্পিতভাবে আমার স্বামীকে পিটিয়ে হত্যা করেছে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, “ঘটনার এজাহার পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে।”

এ ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভ বিরাজ করছে।