পুলিশের বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে স্বর্ণালংকার লুট বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫ পুলিশের বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে স্বর্ণালংকার লুট বিডি সময় ডেস্ক রিপোর্ট: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষণদীয়া গ্রামে পুলিশ সদস্যের বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা রাতের আঁধারে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। ভুক্তভোগী বাড়ির মালিক পুলিশ উপপরিদর্শক (এসআই) রামপ্রসাদ সরকার। ঘটনার সময় তিনি বাড়িতে না থাকলেও তার বাবা ও মা ছিলেন। বৃহস্পতিবার (২৬ জুন) রাত আনুমানিক ১টার দিকে এই ডাকাতির ঘটনা ঘটে। রামপ্রসাদের মা মিনা রানী সরকার জানান, রাত গভীরে হঠাৎ ১০ থেকে ১২ জনের একটি ডাকাত দল দরজা ভেঙে ঘরে ঢুকে পড়ে। মুখোশধারী ডাকাতরা ধারালো অস্ত্রের মুখে তাদের জিম্মি করে ফেলে। পরে ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নেয়। পরিবারের চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে ডাকাতরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। ঘটনার পর শুক্রবার (২৭ জুন) বিকেলে রামপ্রসাদ সরকারের বাবা বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন। এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জামাল উদ্দীন বলেন, “ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ইতোমধ্যে একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।” এদিকে পুলিশ সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, এলাকায় নিয়মিত টহলের অভাবেই ডাকাতদের দৌরাত্ম্য বাড়ছে। SHARES অপরাধ বিষয়: