পুরুষশূন্য গ্রাম, কবর খুঁড়লো গ্রাম পুলিশ, তীব্র আতঙ্ক পুরো এলাকা জুড়ে
নিউজ ডেস্ক :
কুমিল্লার মুরাদনগরের কড়ইবাড়ী গ্রাম যেন এখন আতঙ্কের নাম। গণপিটুনিতে মাদককারবারি রোকসানা আক্তার রুবি ও তার দুই সন্তান নিহত হওয়ার পর পুরো গ্রাম পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রেপ্তার আতঙ্কে এলাকা ছেড়ে পালিয়েছেন অধিকাংশ পুরুষ।
নিহতদের দাফনের জন্য প্রয়োজনীয় manpower না থাকায় বাঙ্গরা বাজার থানা পুলিশের সহায়তায় গ্রাম পুলিশের সদস্যদের দিয়ে খোঁড়া হয় তিনটি কবর। শুক্রবার (৪ জুলাই) সন্ধ্যায় কড়ইবাড়ী কবরস্থানে দেখা যায়, গ্রাম পুলিশের তিন সদস্যসহ চারজন মিলে নিহতদের জন্য কবর খুঁড়ছেন।
পুলিশ সূত্র জানায়, ময়নাতদন্ত শেষে দুপুর পর্যন্ত নিহতদের কেউ লাশ নিতে এগিয়ে আসেননি। পরে নিহত রোকসানার মেয়ে জামাই মনির হোসেন লাশ গ্রহণ করেন।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহতদের স্বজনরা মামলা করবেন বলে জানিয়েছেন এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, গত ৩ জুলাই সকালে কড়ইবাড়ী গ্রামে রোকসানা রুবি, তার ছেলে রাসেল ও মেয়ে জোনাকিকে স্থানীয় জনতা পিটিয়ে হত্যা করে। গুরুতর আহত হন তার আরেক মেয়ে রুমা। স্থানীয়রা অভিযোগ করেন, তারা দীর্ঘদিন ধরেই মাদক কারবারের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিলেন। ঘটনার সময় স্থানীয় চেয়ারম্যান ও মেম্বার উপস্থিত থাকলেও কেউ থামানোর চেষ্টা করেননি বলে অভিযোগ উঠেছে।
গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর ঘটনাটি দেশজুড়ে আলোড়ন তোলে। এর জেরে গ্রাম ছেড়ে পালিয়ে যান অনেক পুরুষ সদস্য। অধিকাংশ বাড়িতে ঝুলছে তালা, রাস্তাঘাটে নেই কোন সাড়াশব্দ—এক ভৌতিক নীরবতা যেন পুরো গ্রামে।