পিরোজপুরে ইউপি সদস্য ও ভাবিকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১০:২০ পূর্বাহ্ণ, জুন ২৮, ২০২৫ পিরোজপুরে ইউপি সদস্য ও ভাবিকে কুপিয়ে হত্যা, আহত স্ত্রী জেলা প্রতিনিধি, পিরোজপুর: পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় পারিবারিক বিরোধ ও পরকীয়ার জেরে দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে শহিদুল ইসলাম হাওলাদার (৫০) নামে এক ইউপি সদস্য ও তার ভাবি মৌকলি বেগম (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শহিদুলের স্ত্রী রেহানা বেগম (৪০)। শনিবার (২৮ জুন) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চরবলেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম ওই এলাকার আসলাম হাওলাদারের ছেলে ও চন্ডিপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহ্বায়ক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। নিহত মৌকলি বেগম শহিদুল ইসলামের ভাবি এবং শহিদুলের ভাই মর্তুজা হাওলাদারের স্ত্রী। স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, মধ্যরাতে শহিদুল ইসলামের বাড়িতে আকস্মিক হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। পুকুরপাড়ে শহিদুল ও তার ভাবিকে কুপিয়ে হত্যা করে তারা। স্ত্রী রেহানা বেগমকেও গুরুতরভাবে কুপিয়ে আহত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে পিরোজপুর জেলা হাসপাতালে, পরে সেখান থেকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। গুরুতর আহত রেহানা বেগম অভিযোগ করেন, পার্শ্ববর্তী ইউনুসসহ আরও চার-পাঁচজন বাড়িতে হামলা চালিয়ে তার স্বামী ও ভাবিকে হত্যা করে এবং তাকেও হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ফেলে রেখে যায়। ইউনুসের সঙ্গে তাদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল বলেও জানান তিনি। ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, প্রাথমিক তদন্তে পারিবারিক পরকীয়ার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। আইনগত প্রক্রিয়া প্রাথমিক পর্যায়ে রয়েছে। SHARES অপরাধ বিষয়: