পিতার হাতে ৪ বছরের শিশুকন্যা খুন: লাশ মিলল খালে
নিউজ ডেস্ক :
কক্সবাজারের উখিয়ায় এক নেশাগ্রস্ত পিতার পৈশাচিক নির্মমতায় প্রাণ হারিয়েছে চার বছরের একটি শিশু। অভিযুক্ত ব্যক্তি রড দিয়ে পিটিয়ে নিজের কন্যাসন্তানকে হত্যা করে মরদেহ ফেলে দেন মনখালী খালে।
শনিবার (৫ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার মনখালী কোনারপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুর নাম কানিছ ফাতেমা জ্যোতি। সে স্থানীয় বাসিন্দা আমান উল্লাহর (৪০) মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানান, টেকনাফের শামলাপুর বাজার থেকে গাঁজা সেবন করে বাড়ি ফিরে আসেন আমান উল্লাহ। এরপর ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা কন্যা জ্যোতিকে রড দিয়ে নির্মমভাবে পিটিয়ে গুরুতর জখম করেন তিনি। পরে মেয়েটির নিথর দেহ মনখালী খালে ফেলে দেন তিনি নিজেই।
অন্য সন্তানদের কান্নাকাটিতে প্রতিবেশীরা ছুটে আসেন। খবর পেয়ে মা জোসনা আক্তার এবং এলাকাবাসী মিলে চাকমাপাড়া ব্রিজের নিচ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করেন।
স্থানীয়দের বিক্ষোভের মুখে ঘরের টিনের চালা ও দরজা ভেঙে অভিযুক্ত আমান উল্লাহকে আটক করে পুলিশে দেন তারা।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আরিফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ঘটনার পর বিক্ষুব্ধ জনতার সহায়তায় অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।”
তিনি আরও জানান, নিহত শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত বাবার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
এই নৃশংস ঘটনায় পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।