পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৯ জনকে কারাদণ্ড বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১:১২ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৫ পাবনা মানসিক হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৯ জনকে কারাদণ্ড পাবনা প্রতিনিধি: পাবনা মানসিক হাসপাতালে বহিরাগত দালালচক্রের দৌরাত্ম্য বন্ধে জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) যৌথ অভিযানে ৯ জন দালালকে আটক করা হয়েছে। রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগ এলাকায় এই অভিযান পরিচালিত হয়। আটকদের তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন—পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের কিসমত প্রতাপপুর গ্রামের মুকাররম (৫০), জহুরুল ইসলাম (৪২), ইসলামপুর গ্রামের হালিম (৪০), মানিক মণ্ডল (২৪), হেমায়েতপুর গ্রামের শফিকুল (৫৫), ছাবিত (১৯), মুন্নাফ (৩১), বুদের হাট গ্রামের জুয়েল রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার আলমগীর হোসেন (৩৫)। পুলিশ ও এনএসআই সূত্রে জানা যায়, এসব দালাল দীর্ঘদিন ধরে মানসিক হাসপাতালে আগত রোগী ও তাদের স্বজনদের নানাভাবে হয়রানি করে আসছিল। চিকিৎসাসেবা গ্রহণে আগতদের কাছ থেকে অর্থ আদায়সহ নানা প্রতারণামূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিল তারা। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের হাতেনাতে আটক করা হয়। পরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে তাদের প্রত্যেককে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ তারিকুল ইসলাম বলেন, “এনএসআই-এর তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালিত হয়। হাসপাতাল এলাকায় আর যেন কোনো ধরনের দালালচক্র সক্রিয় না থাকতে পারে, সে লক্ষ্যে নিয়মিত তদারকি করা হবে।” স্থানীয় সচেতন নাগরিকরা দালালচক্র নির্মূলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং হাসপাতালের পরিবেশ রক্ষায় প্রশাসনের এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। SHARES অপরাধ বিষয়: