পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, বিকেলে ধানক্ষেতে মিলল শিক্ষার্থীর মরদেহ

প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৫

পরীক্ষা দিতে বেরিয়ে নিখোঁজ, বিকেলে ধানক্ষেতে মিলল শিক্ষার্থীর মরদেহ

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের ভেদরগঞ্জে পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ হওয়ার ঘণ্টাখানেক পর ধানক্ষেত থেকে আমেনা আক্তার (১৫) নামে এক মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার চর কোড়ালতলী এলাকার একটি ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত আমেনা আক্তার ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মৃধা কান্দি গ্রামের মান্নান ঢালীর ছোট মেয়ে এবং স্থানীয় দারুল ফায়েজ ইসলামিয়া দাখিল মাদরাসার দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হয় আমেনা। এরপর থেকে সে নিখোঁজ ছিল। দুপুরে স্থানীয়রা চর কোড়ালতলী এলাকার একটি ডোবার কাছে ধানক্ষেতে পড়ে থাকা তার মরদেহ দেখতে পান। খবর পেয়ে ভেদরগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) পারভেজ আহমেদ সেলিম জানান, মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনায় এখনো কেউ আটক হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।