পরিবার থেকে বিয়ের চাপ, পুরুষাঙ্গ কেটে আত্মহানির চেষ্টা বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ১০:৫১ পূর্বাহ্ণ, জুলাই ৬, ২০২৫ পরিবার থেকে বিয়ের চাপ, পুরুষাঙ্গ কেটে আত্মহানির চেষ্টা নিউজ ডেস্ক : পাবনার বেড়া উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। বিয়ের জন্য পরিবারের চাপ সইতে না পেরে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেছেন নাজমুল হোসেন (২২) নামের এক যুবক। তিনি বেড়া উপজেলার কৈটোলা ইউনিয়নের মানিকনগর গ্রামের মিন্টু মোল্লার ছেলে এবং পেশায় একজন এস্কেভেটর চালক। স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নাজমুলের ওপর বিয়ের জন্য চাপ প্রয়োগ করছিল পরিবার। ঘটনার দিন, ২৬ জুন (বুধবার), বিয়ের বিষয়টি নিয়ে পারিবারিক কথা কাটাকাটির একপর্যায়ে তিনি স্থানীয় বাজার থেকে ব্লেড কিনে বাড়ির বাথরুমে গিয়ে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে বেড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার পর বর্তমানে তিনি পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কৈটোলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, “ঢাকায় চিকিৎসার সময় কিছু আইনি জটিলতার মুখে পড়তে হয়, তবে পরে তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।” নাজমুলের বাবা মিন্টু মোল্লা বলেন, “আমার ছেলে মানসিক রোগে ভুগছে এবং দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চলছে। কিছুটা উন্নতি হলেও হঠাৎ এমন সিদ্ধান্ত কেন নিল—তা আমরা বুঝে উঠতে পারছি না।” তিনি আরও জানান, নাজমুলের নানা ও দুলাভাই প্রায় সময় তাকে বিয়ের জন্য উৎসাহ দিতেন। পাবনা জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. জাহিদুল ইসলাম জানান, “নাজমুলের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি আশঙ্কামুক্ত। তবে মানসিকভাবে তার চিকিৎসা প্রয়োজন।” এই মর্মান্তিক ঘটনা নতুন করে প্রশ্ন তোলে—পারিবারিক সিদ্ধান্ত ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য না থাকলে তা কতটা ভয়াবহ রূপ নিতে পারে। SHARES অপরাধ বিষয়: