নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও হত্যা মামলার আসামি এখন দুই প্রতিষ্ঠানের সভাপতি বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৫ নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও হত্যা মামলার আসামি এখন দুই প্রতিষ্ঠানের সভাপতি নিউজ ডেস্ক : মুন্সীগঞ্জে ছাত্রদলের নতুন কমিটিতে শীর্ষ পদ দখল করেছেন দুই বিতর্কিত নেতা—একজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ কর্মী, অন্যজন স্ত্রী হত্যা মামলার আসামি। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ছাত্রদলের ত্যাগী নেতাকর্মীরা। রামপাল ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি হয়েছেন আলভি মাহমুদ, যিনি এর আগে ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন। অন্যদিকে, মীরকাদিম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতি করা হয়েছে অপূর্ব রহমান অপুকে, যার বিরুদ্ধে ২০২২ সালে স্ত্রী সহিফা হত্যা মামলায় অভিযোগ রয়েছে। এলাকায় তিনি ‘গলাকাটা অপূর্ব’ নামে পরিচিত। ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি স্ত্রী হত্যার বিচারের দাবিতে মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ করেছিল এলাকাবাসী। অপূর্বর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, মাদক সেবনসহ একাধিক অভিযোগও রয়েছে। গত ৯ জুলাই (বৃহস্পতিবার) জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম ও সাধারণ সম্পাদক মজিবুর রহমান জামাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১৩টি কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। তবে দুই বিতর্কিত ব্যক্তিকে শীর্ষ পদে রাখায় ছাত্রদলের ভেতরে তৈরি হয়েছে চরম অসন্তোষ। স্থানীয় ছাত্রদলের অনেকে অভিযোগ করেছেন, টাকার বিনিময়ে সাবেক ছাত্রলীগ নেতাদের এই পদ দেওয়া হয়েছে। তারা প্রশ্ন তুলেছেন, যেসব নেতা কয়েক মাস আগেও ছাত্রলীগের মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন, তারা কিভাবে এখন ছাত্রদলের নেতৃত্বে এলেন? সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদের ঝড় তুলেছেন সংগঠনের ত্যাগী কর্মীরা। অনেকেই ভিডিও প্রমাণসহ অভিযোগ তুলেছেন, এরা বিএনপিতে ঢুকেছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক নেতাকর্মী বলেন, “অর্থের বিনিময়ে সংগঠনের আদর্শ জলাঞ্জলি দেওয়া হয়েছে। ছাত্রদল এখন টাকার লোকেদের হাতে চলে যাচ্ছে।” এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও আলভি মাহমুদ ও অপূর্ব রহমানের বক্তব্য পাওয়া যায়নি। জেলা ছাত্রদলের সভাপতি আবুল হাসেম জানান, “স্থানীয় বিএনপি নেতাদের পরামর্শেই কমিটি গঠন করা হয়েছে। এখানে কোনো টাকার লেনদেন হয়নি। যদি কোনো অনিয়ম থাকে, আমরা খতিয়ে দেখে সাংগঠনিক ব্যবস্থা নেব।” এ নিয়ে এখন গোটা জেলায় ছাত্রদলের ভেতরে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত উঠছে জবাবদিহির দাবি। SHARES আইন আদালত বিষয়: