নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে অধিকাংশ মানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে: রিজভী
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, প্রয়োজনীয় রাজনৈতিক সংস্কার সম্পন্ন করে যৌক্তিক সময়ে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। তার মতে, নির্বাচনের তারিখ ঘোষণার মাধ্যমে দেশের অধিকাংশ মানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা বাস্তবায়িত হবে।
শনিবার (২৮ জুন) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “দেশের অর্থনৈতিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। অন্তর্বর্তীকালীন সরকারকে অবশ্যই অর্থনীতি পুনরুদ্ধারে অগ্রাধিকার দিতে হবে। আমরা সরকারের ভুলত্রুটি ও ব্যর্থতার সমালোচনা করব, কিন্তু যতদিন তারা ক্ষমতায় থাকবে, ততদিন জনগণের কল্যাণে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, “সম্প্রতি ড. মুহাম্মদ ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে জনগণের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে।”
মব কালচারের সমালোচনা করে বিএনপির এ নেতা বলেন, “গণতান্ত্রিক চর্চা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে হবে। গুম, খুন ও ভয়ের সংস্কৃতি থেকে জাতিকে মুক্ত করতে হবে। আমরা চাই, কোনো নাগরিক যেন আতঙ্কিত না হয়ে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে।”
রিজভী বলেন, একটি গ্রহণযোগ্য ও অবাধ নির্বাচনই দেশকে স্থিতিশীলতার পথে ফিরিয়ে আনতে পারে। এজন্য নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।