নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত

প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জুলাই ৫, ২০২৫

নিজেদের ছোড়া গুলিতে ৩১ ইসরায়েলি সেনা নিহত

নিউজ ডেস্ক :

গাজা উপত্যকায় ইসরায়েলি সামরিক অভিযানের সময় ভুলবশত নিজেদের ছোড়া গুলিতে (ফ্রেন্ডলি ফায়ার) অন্তত ৩১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। এ তথ্য শুক্রবার (৪ জুলাই) প্রকাশ করেছে ইসরায়েলি আর্মি রেডিও।

প্রতিবেদনে জানানো হয়, ২০২৩ সালের ২৭ অক্টোবর গাজায় ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত মোট ৭২ জন সেনা দুর্ঘটনাজনিত কারণে নিহত হয়েছে। এর মধ্যে ৩১ জন ফ্রেন্ডলি ফায়ারের শিকার, ২৩ জন গোলাবারুদের দুর্ঘটনায়, ৭ জন সাঁজোয়া যান চাপায়, ৬ জন অজানা দিক থেকে গুলিবর্ষণের শিকার এবং আরও ৫ জন কর্মস্থলের বিভিন্ন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনীর হিসাব অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৮৮২ জন সেনা নিহত এবং ৬,০৩২ জন আহত হয়েছে।

অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান উপেক্ষা করে ইসরায়েল গাজায় সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে। এতে প্রাণ হারিয়েছেন ৫৭,০০০ এরও বেশি ফিলিস্তিনি, যাদের অধিকাংশই নারী ও শিশু।

এছাড়া, গাজা আগ্রাসন নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। একইসঙ্গে আন্তর্জাতিক বিচার আদালতেও (আইসিজে) ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা চলমান রয়েছে।