নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার, আরেকজন এখনও নিখোঁজ বিডি সময় নিউজ ২৪ বিডি সময় নিউজ ২৪ প্রকাশিত: ৬:৩০ অপরাহ্ণ, জুলাই ১২, ২০২৫ নিখোঁজ দুই শিশুর একজনের মরদেহ উদ্ধার, আরেকজন এখনও নিখোঁজ নিউজ ডেস্ক : ময়মনসিংহের গফরগাঁওয়ে নিখোঁজ হওয়ার একদিন পর সিফাত (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে একইদিন নিখোঁজ হওয়া অপর শিশু সাদাব (৪) এখনও নিখোঁজ রয়েছে। শনিবার সকালে উপজেলার চরশাখচূড়া গ্রামে পরিত্যক্ত একটি ডোবা থেকে সিফাতের মরদেহ উদ্ধার করা হয়। সে সৌদি প্রবাসী নূর ইসলামের ছেলে এবং চরশাখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, শুক্রবার দুপুরে সিফাত ও সাদাব একসঙ্গে খেলতে গিয়ে নিখোঁজ হয়। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর না পেয়ে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হয়। এ সুযোগে একটি প্রতারকচক্র অপহরণের নাটক সাজিয়ে সিফাতের পরিবারের কাছ থেকে মুক্তিপণের নামে ২ হাজার টাকা আদায় করে। শনিবার সকালে বাড়ি থেকে প্রায় ১৫০ গজ দূরে পরিত্যক্ত এক পুকুরে শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। পাগলা থানার ওসি মোহাম্মদ ফেরদৌস আলম জানান, মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন নেই। সিফাতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে নিহত শিশুর মা সাবিনা বেগম অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করা হয়েছে। তিনি দাবি করেন, গ্রামের শহিদুলের ছেলে আরমান তাদের ক্ষতি করার হুমকি দিয়ে এসেছিলেন এবং ঘটনার পর থেকে আরমান পলাতক রয়েছেন। অপরদিকে নিখোঁজ চার বছর বয়সী শিশু সাদাব নান্দাইলের জাহাঙ্গীরপুর ইউনিয়নের বারঘুরিয়া গ্রামের প্রবাসী আল-আমিনের ছেলে। সে মায়ের সঙ্গে পাগলা থানার দিঘীরপাড় গ্রামে নানাবাড়িতে থাকত। শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খেলতে বের হয়ে সে আর ফেরেনি। শিশুটির মা সুমাইয়া আক্তার দাবি করেছেন, তার সন্তানকে অপহরণ করা হয়েছে। এ ঘটনায় তার বাবা সুলতান মিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ওসি ফেরদৌস আলম জানান, সিফাতের ঘটনায় অপহরণ বা মুক্তিপণের বিষয়টি এখনই নিশ্চিত নয়। পূর্বশত্রুতা সহ একাধিক সম্ভাবনা মাথায় রেখে তদন্ত চলছে। নিখোঁজ সাদাবকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। একই দিনে দুই শিশুর নিখোঁজ হওয়া ও এক শিশুর মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে। SHARES অপরাধ বিষয়: