নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন বাংলাদেশের মারুফ

প্রকাশিত: ৫:০৯ অপরাহ্ণ, জুলাই ৮, ২০২৫

নিউইয়র্ক পুলিশের সার্জেন্ট হলেন বাংলাদেশের মারুফ

নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটি পুলিশের (NYPD) সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন সিলেটের বিয়ানীবাজার উপজেলার সন্তান মারুফ উদ্দিন। বিশ্বের অন্যতম সেরা এই পুলিশ বাহিনীতে বাংলাদেশি বংশোদ্ভূত মারুফের এ সাফল্য গর্বিত করেছে দেশের প্রবাসী সমাজকে।

গত ২৭ জুন (শুক্রবার) নিউইয়র্ক পুলিশ হেডকোয়ার্টারে এক জমকালো অনুষ্ঠানে এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ পদোন্নতি পাওয়া সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন। এ বছর পদোন্নতি পাওয়া পাঁচ বাংলাদেশি কর্মকর্তার মধ্যে তিনজন সার্জেন্ট পদে উন্নীত হয়েছেন। তাদের মধ্যে রয়েছেন মোশারফ ভূঁইয়া, মারুফ উদ্দিন এবং এমডি এস হোসেন। অন্যদিকে মোহাম্মদ ই তানিম ও মোহাম্মদ ইসলাম ট্রাফিক বিভাগে বিভিন্ন পদে পদোন্নতি পেয়েছেন।

সার্জেন্ট মারুফ উদ্দিনের মূল বাড়ি সিলেটের বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রাম পূর্বমহল্লা গ্রামে। তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছমির উদ্দিন ও ছয়দুন নেহার দম্পতির দ্বিতীয় সন্তান। জন্ম ও শিক্ষা-দীক্ষা যুক্তরাষ্ট্রেই হলেও শেকড় রয়েছে বাংলাদেশের মাটিতে।

মারুফের চাচা, সমাজসেবক শামীম আহমদ বলেন, “মারুফের এ অর্জন শুধু পরিবারের নয়, গোটা প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের। আশা করি, সে তার পেশাগত দক্ষতা দিয়ে ভবিষ্যতেও সাফল্য অব্যাহত রাখবে।”

এ সাফল্যের পেছনে মা-বাবা, স্ত্রী-সন্তান, ভাই-বোন এবং সহকর্মীদের সমর্থন ও ভালোবাসার কথা অকপটে স্বীকার করেছেন মারুফ উদ্দিন। তাকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন। তারা বলেন, মারুফ উদ্দিনের এই অর্জন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।